গ্রেফতার দুইজন

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট করতে এসে নিজেরাই ঘুষ নিয়েছেন। ঘুষের টাকাসহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এসএএস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হানকে গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার (২১ ডিসেম্বর) অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের সোয়া ৪ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
 
দুদকের বরিশাল অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রমে আসা অডিট টিমের সদস্যরা উপজেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে ঘুষ দাবি করছেন এবং তারা টাকা দিতে বাধ্য বলে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) ভুক্তভোগীরা অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক বরিশালের দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। 

এরপর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে গঠিত এনফোর্সমেন্ট সংশ্লিষ্ট দপ্তরে ও অডিট টিমের সদস্যদের আবাসস্থলে অভিযান চালিয়ে রেস্ট হাউসে অবস্থান করা মো. শামীম হোসেন এবং এসএএস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হানের কাছ থেকে ৪ লাখ ১৬ হাজার নগদ টাকা উদ্ধার করে।
 
দুদক আরও জানায়, অভিযানে আটক কর্মকর্তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থের বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 

দুদকের অনুসন্ধানে উদ্ধার করা অর্থ ঘুষ হিসাবে প্রমাণিত হওয়া মামলা দায়ের করা হয়েছে।

 
আরএম/জেডএস