কমতে শুরু করেছে শৈত্যপ্রবাহ
প্রতীকী ছবি
গত কয়েকদিনের তুলনায় সোমবার (২১ ডিসেম্বর) দেশজুড়ে শৈত্যপ্রবাহের দাপট অনেকটাই কম রয়েছে। নির্দিষ্ট দু’একটি স্থান ছাড়া দেশজুড়ে শীতের অনুভূতি অনেকটাই সহনীয় রয়েছে। কমতে শুরু করেছে কুয়াশাও।
আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবারের (২২ ডিসেম্বর) পর দেশের আবহাওয়া স্বাভাবিক হবে উল্লেখ করে অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, এরইমধ্যে শৈত্যপ্রবাহের আকার ছোট হয়ে গেছে। দেশের কয়েকটি অঞ্চলে কাল পর্যন্ত হালকা শৈত্যপ্রবাহ অনুভূত হবে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টায় যেসব স্থানে শৈত্যপ্রবাহ থাকবে গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, বদলগাছী, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং যা আরও কয়েকটি জায়গায় বিস্তৃত হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্যান্য স্থানে ছিল সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে।
সিনপটিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুাপচ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রোববার (২০ ডিসেম্বর) দেশের সবচেয়ে কম তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়া ও রাজারহাট এলাকায়।
একে/জেডএস