নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

মিটার বিতরণ লাইন নির্মাণ কাজের জন্য  নারায়ণগঞ্জ ও এর আশেপাশের বেশ কিছু এলাকায় বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, মের্সাস ভিবজিওর নীট কম্পোজিট মাছপাড়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে মিটার বিতরণ লাইন নির্মাণ কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট আট ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- দেলপাড়া, পাগলা বাজার উচ্চ বিদ্যালয়, শাহীবাজার, গোদাইল, ফতুল্লা পোস্ট অফিস, জালকুড়ি, আদমজী, কদমতলী, পাঠানটুলী, এনায়েত নগর এলাকা, প্রাইম ডিএরএস এর আওতাধীন এলাকা, ফতুল্লা, শিবু মার্কেট এলাকা পোস্ট অফিস রোড, হাজীগঞ্জ, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন এলাকাসহ আশেপাশের কিছু এলাকায় সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি মুন্সীগঞ্জসহ আশেপাশের কিছু এলাকায় গ্যাস চাপ কম থাকতে পারে।

সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২০১৯-২০২০ অর্থবছরের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে তিতাস ১৫ হাজার ১০৭.৪০ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ১৬ হাজার ৯৫০.৪১ কোটি টাকা রাজস্ব আয় করে। একই অর্থবছরে কোম্পানির করপূর্ব ও কর পরবর্তী মুনাফার পরিমাণ যথাক্রমে ৫০৪.৬১ ও ৩৫৯.৮১ কোটি টাকা। প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে আর্নিং পার শেয়ার দাঁড়িয়েছে ৩.৬৪ টাকা। এই মুনাফার বিপরীতে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারন সভায় প্রতিটি ১০ টাকার মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জনসংযোগ) মির্জা মাহবুব হোসেন জানিয়েছেন, সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২০১৯-২০২০ অর্থবছরের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং তিতাস বোর্ডের চেয়াম্যান আনিছুর রহমান বার্ষিক সাধারন সভার সভাপতিত্ব করেন। এছাড়া কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডারদের উপস্থিতে প্রতিটি শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভাংশ অনুমোদন করা হয়।

এএসএস/ওএফ