ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী/সংগৃহীত
দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ঢাকায় পৌঁছান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
বিজ্ঞাপন
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিসহ ঢাকায় তুরস্কের দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।
সফরে মেভলুত চাভুসোগলু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
বিজ্ঞাপন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে গতকাল এক বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ তুরস্কের দূতাবাস জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ছাড়াও একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন চাভুসোগলু।
এর আগে গত ২৮ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। সাক্ষাৎ শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের আভাস দিয়েছিলেন আব্দুল মোমেন।
এনআই/ওএফ