তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। বাংলায় ‘তথ্য মন্ত্রণালয়’ এর পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ নামকরণ করা হয়েছে। 

সোমবার (১৫ মার্চ) এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনে অনুমোদন দিয়েছেন।

তথ্য মন্ত্রণালয় দেশের তথ্য সম্পদ উন্নয়ন, তথ্য সংরক্ষণ, তথ্যের নিরাপদ সঞ্চালন, তথ্য অধিকার সংরক্ষণ, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাসহ তথ্যসংশ্লিষ্ট বিবিধ আইন-বিধি-বিধান-প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে।

বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ডা. মো. মুরাদ হাসান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সচিবের দায়িত্ব পালন করছেন খাজা মিয়া। 

গত ১ মার্চ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সচিবালয়ে এক অনুষ্ঠানে জানান, তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে।

এসএইচআর/জেডএস