পরিবহন নেতাদের একটি সম্মেলন স্থগিত, অন্যটি বহাল
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বিকেলে সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার ঊর্ধ্বগতির এই পরিস্থিতিতে কাউন্সিলরদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব কমে এলে এ কর্মসূচির নতুন তারিখ ও সময় জানানো হবে। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ এসব তথ্য জানিয়ে বলেন, করোনার সংক্রমণ রোধেই আমরা এ অনুষ্ঠান স্থগিত করেছি।
বিজ্ঞাপন
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামী ৩ এপ্রিল ঢাকার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ফেডারেশনের সম্মেলন ও কাউন্সিলের প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান ঢাকা পোস্টকে জানিয়েছেন, আমরা করোনার সংক্রমণ পরিস্থিতিতে সীমিত আকারে অনুষ্ঠান করার কথা ভাবছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আরও পরে।
পিএসডি/আরএইচ
বিজ্ঞাপন