র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাত করায় রাজধানীর কামরাঙ্গীরচরের এক কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে রুনা প্লাষ্টিক কারখানায় অভিযান চালায় র‌্যাব-২ এর একটি দল। অভিযানে পলিথিন ব্যাগ তৈরির প্রমাণ পায় র‌্যাব। এসময় ৬ লাখ টাকা মূল্যের পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু কারখানাটির মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকর দিক বিবেচনা করে ২০০২ সালে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী গোপনে সেগুলো তৈরি করে বাজারজাত করছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

জেইউ/এসআরএস