ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার

চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দেওয়ার বিষয়ে আগাম বার্তা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

শুক্রবার (১ জানুয়ারি) গ্রেগরিয়ান বা খ্রিস্টিয় নতুন বছর উদযাপন উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় এমন উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে, আমি বাংলাদেশে আমাদের সকল বন্ধু এবং অংশীদারদের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে, অচিরেই আপনাদের সঙ্গে আমরাও দেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব।’

সদ্য বিদায়ী করোনা মহামারির বছর তথা ২০২০ সালে ওয়াশিংটনের সঙ্গে ঢাকা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন জানিয়ে মিলার বলেন, ‘বরাবরের মতো বিগত বছরের কঠিন সময়গুলোতেও বাংলাদেশ ও আমেরিকার জনগণের কল্যাণ ও উন্নতির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এই সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং একসঙ্গে কাজ করার মতো আরও অনেক কিছুই আছে। শুভ নববর্ষ!’

উল্লেখ্য, আজ গ্রেগরিয়ান নতুন বছরের শুরুর দিন চলছে। বিশ্বের অনেক দেশে প্রত্যেক বছর দিনটিকে বেশ জাঁকজমকভাবে পালন করলেও করোনাভাইরাসের থাবা এখনও কাটিয়ে উঠতে না পারায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে দিনটি।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্ণ হচ্ছে ২০২১ সালে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর এ বছরেই নানা কর্মসূচি পালন করা হবে সরকারের পক্ষ থেকে।

এনআই/এফআর