ঢামেকে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শুক্রবার (৩০এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে ঢামেকের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে আর এস হোটেলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে এনে এখানে ফেলে যায়।
বিজ্ঞাপন
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর ঢাকা পোস্টকে বলেন, ভোরে খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশে আর এস হোটেল সংলগ্ন ফাঁকা জায়গা থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। নবজাতকটির বয়স এক দিন হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, খবর নিয়ে জানতে পারি একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে নবজাতকের মরদেহটি নিয়ে এসে ওই স্থানে ফেলে যায়। কোথা থেকে কুকুর নবজাতকের মরদেহটি নিয়ে এসেছে সে বিষয় জানার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি