রাজধানীর গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চ পার্কের ৪০টি পরিবারের দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সোমবার ইফতার বিতরণ করেছে আবুল বাশার ফাউন্ডেশন।

এ ইফতারে অংশ নেন আবুল বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আরিফুজ্জামান, রিয়েল ক্যাপিটা গ্রুপের চেয়ারম্যান মনজুর আহমেদ সোহান, গুলিস্থান পথের ইশকুলের প্রধান সাকির প্রমুখ।

আবুল বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আরিফুজ্জামান বলেন, আমরা এবারের রমজানে মানিকগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের অসংখ্য এলাকার মানুষের পাশে ছিলাম। করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে থাকা জরুরি।

এসকেডি