অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন

পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (প্রেষণে) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। তাকে পদোন্নতি দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনাল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-২ এ পদোন্নতি পেয়েছেন অধ্যাপক এনায়েত হোসেন। 

জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর গঠন করা হয়। সরকারি-বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান নিশ্চিত করতে গঠন করা হয় এই অধিদফতর। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব পায়।

একই বছরেই ৩০ ডিসেম্বর নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রথম মহাপরিচালক ‌হি‌সে‌বে নিয়োগ পান ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

এসএইচআর/এইচকে