রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে গ্রেফতার
মিলন হোসেন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় পাহাড় কাটার সময় মিলন হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (৩১ মে) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, দীর্ঘদিন থেকেই বায়েজিদ বোস্তামী এলাকায় কতিপয় ব্যক্তি কৌশলে পাহাড় কেটে বিভিন্ন স্থাপনা তৈরি করে পরিবেশ বিপন্ন করে আসছে। রোববার (৩০ মে) রাত ২টার দিকে পুলিশ সংবাদ পায় আরেফিন নগর জোহরা একাডেমি নামক স্কুলের সামনের পাহাড়ে কয়েকজন ঘর নির্মাণের জন্য পাহাড় কাটছেন। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে মাটি অপসারণ করা অবস্থায় ৪-৫ জনকে দেখতে পায়।
বিজ্ঞাপন
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিলন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সে পাহাড় কাটার অনুমোদিত কোনো কাগজ দেখাতে পারেননি। অভিযান চলাকালে মাটি কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
মো. মিলন হোসেন পাবনা চাটমোহার থানার বোয়ালমারী গ্রামের মৃত রওশন আলীর ছেলে। বর্তমানে আরেফিন নগর এলাকায় বসবাস করেন।
বিজ্ঞাপন
পাহাড় কাটার ঘটনায় ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ৩-গ ধারা অনুযায়ী বায়েজিদ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
কেএম/এফআর