প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

এরশাদ হোসেন বলেন, ঢামেক হাসপাতালের পুরনো ভবনের ৪র্থ তলার জরুরি বিভাগে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছূ জানা যায়নি।

গত সোমবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের নিচতলায় আগুন লাগে। তবে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জেইউ/এমএসি/জেডএস