চসিক নির্বাচন : যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবন/ ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি রাত ১২টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।
বিজ্ঞাপন
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন সংশ্লিষ্ট এলাকায় মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও প্রধান রাস্তা সংযোগ সড়কে যান চলাচলে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও ডাক বিভাগের গাড়ি এই নির্দেশনার বাইরে থাকবে।
ইসির কর্মকর্তারা জানান, ২৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বাস, ট্রাক, টেম্পু, ট্যাক্সি-ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি যানবাহনের চলাচল করবে না।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি এ সিটি করপোরেশনের (চসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রচার প্রচারণা। এবারের চসিক নির্বাচনে ৭ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর মিলিয়ে প্রার্থী হয়েছেন ২৩৭ জন।
এদিকে, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসেবে ইসির সিদ্ধান্ত অনুসারে ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে পরে নির্বাচন স্থগিত করে কমিশন।
এসআর/এফআর