কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাংখালীতে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) দুপুরে থ্যাংখালীর হাকিম পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হাকিমপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও মৃত নজু মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালি হাকিমপাড়া গ্রামে মোবাইল চুরির অভিযোগে দুই কিশোর আবুল কাসেমের ছেলে আবছান ও শাহ আলমের ছেলে নয়নকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন চালান জাহাঙ্গীর ও আব্দুস সালামসহ কয়েকজন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। একপর্যায়ে ভিডিওটি বাংলাদেশ পুলিশের নজরে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এমএসি/এসকেডি