রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পিকআপ ভ্যান চালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের আড়তের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খোকন মীর (৩০) নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, নিহতের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাগমারা গ্রামে। তার বাবার নাম শামসুল হক। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন। তার এক কন্যাসন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে খোকনকে ছুরিকাঘাত করে যাত্রাবাড়ী মাছের আড়তের কাছে টেলিফোন ভবনের পাশে ফেলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/ওএফ