রাজধানীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংগৃহীত ছবি
রাজধানীর হাতিরপুল ও হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় পৃথক অভিযানে আইস, হেরোইন ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তাররা হলেন, আশরাফুর রহমান ওরফে সবুজ (৪৫), সুমন খন্দকার ওরফে চিকু সুমন (৩৫), সোহেল রানা (২৫) ও নাহিদ আলম সজল (৩৬)।
বিজ্ঞাপন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় শাহবাগ থানার হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে আশরাফুর রহমান ওরফে সবুজকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম আইস উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ওইদিন রাত সোয়া ১১টায় পৃথক আরেক অভিযানে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকা থেকে সুমন, সোহেল রানা ও নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, ৫ গ্রাম আইস এবং একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ ও হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মোসা. আসমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে রামপুরা থানার পূর্ব রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রামপুরা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেইউ/এমএইচএস