বিআইপি) এবং সেভ দ্য চিলড্রেনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যৌথভাবে শিশু সংবেদনশীল নগর কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং সেভ দ্য চিলড্রেনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

তারা বলছে, পরিকল্পনার মাধ্যমে শিশুবান্ধব নগর নিশ্চিত করতে হবে।

রোববার (২৯ আগস্ট) গুলশানের একটি হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আয়োজকরা বলেন, একটি শিশুবান্ধব শহরে একটি শাসন ব্যবস্থা থাকতে হবে যা শিশুদের অধিকার পূরণের জন্য এবং তাদের বসবাস উপযোগী নগর প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। যেই নগরে শিশুদের খেলার জন্য যথাযথ ব্যবস্থা থাকে না এবং সবুজের ছোঁয়া থাকে না, সেটি শিশুদের বাসযোগ্য শহর হতে পারে না। বাংলাদেশের টেকসয় ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে, শিশুদের বসবাস উপযোগী নগর কেমন হবে তা পরিকল্পনার সঠিক চর্চার মাধ্যমে নিশ্চিত করতে হবে।

তারা বলেন, সে লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং সেইভ দ্য চিলড্রেন স্থানীয় এবং জাতীয় নগর পরিকল্পনার নীতি ও উদ্যোগে শিশুদের অধিকারের প্রচার ও সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করবেন এবং শিশু-বান্ধব শহরগুলো গড়ে তোলার জন্য শিশুদের অগ্রাধিকার এবং চাহিদাগুলো শোনা এবং সমাধান করা নিশ্চিত করবেন। এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে শিশুবান্ধব নগরী গড়ে তোলার কার্যপদ্ধতি তৈরি করবে এবং পরিকল্পনাবিদদের সাথে অন্যান্য পেশাজীবি, নীতিনির্ধারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সিটি মেয়র, সচিব এবং প্রশাসনিক ক্যাডারসহ সকলের জন্য শিশুবান্ধব পরিকল্পনার মানদণ্ড সম্পর্কিত প্রশিক্ষণ ও আলোচনা কর্মশালার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, পরিচালক (হিউম্যানিটারিয়ান) মোশতাক হুসাইন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এএসএস/এইচকে