মোহাম্মদ ইয়ামিন চৌধুরী

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী জানিয়েছেন, ২০১১ সালের আদমশুমারিতে তাকে গণনা করা হয়নি। 

তিনি বলেন, অতীতের শুমারি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেক লোক গণনার আওতায় আসেনি। তার মধ্যে আমি নিজেই আছি।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) ভবনের অডিটোরিয়ামে জোনাল অপারেশন (প্রথম) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম।

আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর জনশুমারির মূল শুমারি অনুষ্ঠিত হবে। এক সপ্তাহের সারাদেশের মানুষকে গণনার আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, চলতি মাসেই মূল শুমারি অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু করোনার কারণে অক্টোবরে অনুষ্ঠিত হচ্ছে। ডিভাইস ব্যবহার করে ধৈর্য্য সহকারে তথ্য সংগ্রহ করতে হয়। সঠিক পরিসংখ্যান ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। বিশেষ করে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাগজ-কলমের তথ্য ব্যবহার করতে পছন্দ করেনা।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সচিব বলেন, বিশেষ করে সীমানা নির্ধারণ ভালোভাবে করতে হবে। সীমানা নির্ধারণে কেউ যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। করোনাকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবিএসকে একটি সার্ভে করতে বলা হয়েছিল। বিবিএস সার্ভেটি করেছিলও। সার্ভে থেকে জানা গেল,করোনার সময় প্রায় দেড় লাখ মানুষ হৃদরোগে মারা গেছে।

অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশের ১৪৪ জন জোনাল কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। জনশুমারি ও গৃহগণনা ২০২১ কার্যক্রম ৪টি পর্যায়ে সম্পন্ন হবে। জোনাল অপারেশন পরিচালনা, শুমারির তথ্য সংগ্রহ, পিইসি জরিপ পরিচালনা ও আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক জরিপ পরিচালনা। জোনাল অপারেশন প্রথম পর্যায়ের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২৩ জানুয়ারি থেকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে।

প্রকল্প পরিচালক কবির উদ্দিন বলেন, জনশুমারি ও গৃহগণনা ৪টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে শুমারির ব্লক এলাকা প্রণয়ন, জিআইএস পদ্ধতি ব্যবহার করে দেশের সকল এলাকা ম্যাপ ও জিও কোডের আওতায় স্বতন্ত্র সনাক্তকরণ মাধ্যমে চিহিৃত করা হবে। দ্বিতীয় পর্যায়ের আওতায় শুমারি পরিচালনা দেশের সব খানা, ব্যক্তি এবং আবাসন ইউনিট গণনা করা হবে। তৃতীয় শুমারি পরবর্তী জরিপ পরিচালনা শুমারির গূণগত মান পরিমাপ করা হবে। সবশেষ পর্যায়ে আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ পরিচালনা খানা ও জনসংখ্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

এসআর/এসআরএস