৭০ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তারদের থেকে উদ্ধার করা সাপের বিষ/ ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে ৭০ কোটি টাকা মূল্যের কথিত সাপের বিষসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- মোস্তফা কামাল (৫৫) ও মো. মিজানুর রহমান ওরফে মধু (৪৩)। র্যাবের দাবি, গ্রেপ্তার দুজন আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
বিজ্ঞাপন
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার (১৭ জানুয়ারি) র্যাব-১০ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় কতিপয় চোরাকারবারি বিপুল পরিমাণ সাপের বিষ হাতবদল করছে।’
বিজ্ঞাপন
তথ্যানুযায়ী, সময় ক্ষেপণ না করে রাজধানী ঢাকা থেকে র্যাব-১০, সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের একটি বিশেষ অপারেশন টিম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ইসদাইর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি কার্টন থেকে উদ্ধার করা হয় ছয়টি সাপের বিষভর্তি কাচের জার (বয়াম জাতীয়)। এর মোট ওজন ১২ পাউন্ড, যার আনুমানিক বাজার মূল্য ৭০ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেন যে, তারা সাপের বিষের আন্তর্জাতিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে কথিত সাপের বিষ অবৈধভাবে বিদেশ থেকে আমদানি করে দেশের বিভিন্নস্থানে বেচাকেনা করে আসছেন।
তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাপের বিষের নমুনা স্যাম্পল পরীক্ষার জন্য র্যাবের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
জেইউ/এফআর