মোস্তফা মার্টকে লাখ টাকা জরিমানা
পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করায় সুপার শপ মোস্তফা মার্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে এ জরিমানা করে সংস্থাটি।
বিজ্ঞাপন
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ কয়েকটি অপরাধে মোস্তফা মার্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
এসআই/এসআরএস