নকল তার তৈরির ৪ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা
রাজধানীর কদমতলীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা ও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
বিজ্ঞাপন
তিনি জানান, রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল এবং নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রি ও বাজারজাত করায় উৎপাদনকারী ৪টি প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত।
র্যাব-১০ এর মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন, ভেজাল ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল।
বিজ্ঞাপন
জেইউ/এসআরএস