বিএনপিকে আগে ভ্যাকসিন দিতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি- ঢাকা পোস্ট
‘বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায় তাহলে আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি। বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেওয়া হয়’— এমন অভিমত ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ভ্যাকসিন নিয়ে সরকার লুটপাট করছে— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে করোনা মহামারিকে নেতৃত্ব দিয়ে মোকাবিলা করেছেন, এটি সর্বমহলে প্রশংসা পেয়েছে। কিন্তু তারা (বিএনপি) মনে করেছিল, করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না।'
'তারা (বিএনপি) প্রথম থেকে আশঙ্কা প্রকাশ করেছিল বা ধারণা করেছিল, হয়তো প্রার্থনাও করেছিল যে এ করোনা মহামারিতে যেন ব্যাপক লোক ক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সেটা হয়নি। এটা না হওয়াতে তারা প্রচণ্ড হতাশ হয়েছে’— বলেন তথ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তারা ভ্যাকসিন নিয়েও লুটপাটে নিমগ্ন। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সে কারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ বিএনপির ওপর চলছে অত্যাচার-নির্যাতন। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের খুন-গুম করা হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আজ নতুন করে শপথ গ্রহণ করছি। আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।’
তথ্যমন্ত্রীর অভিযোগ, ‘তারা (বিএনপি) একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে দেশে সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না বলেও গুজব রটিয়েছিল। কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। বিনামূল্যে ২০ লাখ ডোজও পাচ্ছি উপহার হিসেবে।’
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, যখন সবকিছুতে ব্যর্থ হচ্ছে, তখন ভ্যাকসিন নিয়ে অন্য কথা... লুটপাট। লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সবকিছুতে লুটপাট দেখার চেষ্টা করে।
‘সরকার একটি নীতিমালার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করবে’ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যারা ফ্রন্টলাইন ফাইটার, তারাই আগে পাওয়ার অধিকার রাখে। এ ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করে যাদের আগে দেওয়া প্রয়োজন, তাদের আগে দেওয়া হবে।‘
এসএইচআর/এমএআর