অবৈধ স্থাপনা উচ্ছেদ

নদী দখল ও দূষণমুক্ত করতে রাজধানীর কামরাঙ্গীরচরে ৪র্থ দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। উদ্ধার অভিযানের সময় ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, অভিযানে উচ্ছেদ করা ১৭টি অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে একটি পাঁচ তলা পাকা ভবন, একটি চার তলা পাকা ভবন, ২টি তিন তলা পাকা ভবন, একটি দোতলা পাকা ভবন, আধাপাকা বিল্ডিং/দোকানঘর ৭টি এবং টংঘর ৫টি। এতে মোট ০.৫০ একর ভূমি উদ্ধার করা হয়।

এইচএন/এইচকে