বার্ড-ফ্লু রোগ প্রতিরোধে কন্ট্রোল রুম চালু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বার্ড ফ্লু বিষয়ে সব ধরনের তথ্য দেওয়া ও নেওয়া যাবে এ কন্ট্রোল রুম থেকে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবদুল জব্বার শিকদার ঢাকা পোস্ট-কে এসব তথ্য জানান।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাজধানীর ফার্মগেট এলাকায় প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান কার্যালয়ে এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্য যেমন হিমাচল, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও মধ্যপ্রদেশে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আমরা জানতে পারি, এসব এলাকায় পরিযায়ী পাখি, সারস, হাঁস, মুরগি ও কাক বার্ড ফ্লু রোগে মারা গেছে।

তিনি জানান, জুনোটিক এ রোগটি বাংলাদেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দেশের জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। এ কারণে এ রোগ প্রতিরোধ, প্রতিকার ও ব্যবস্থাপনা জোরদারের জন্যে কন্ট্রোল রুমটি চালু করা হয়েছে।

বার্ড-ফ্লু প্রতিরোধে খোলা কন্ট্রোল রুমে কাজ করছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলা থেকে শুরু করে সব শ্রেণির প্রাণী কর্মকর্তা ও প্রাণিসম্পদ অফিসে এ বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখতে বলা হয়েছে। যেখানেই এ ধরনের কোনো নমুনা বা কিছু ধরা পড়বে সঙ্গে সঙ্গে তা জানানোর জন্য বলা হয়েছে।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যোগাযোগ করা যাবে- ০১৭১৪২২৯৩৯৩, ০১৭৭৬৫১৬৪৫১, ০১৭১৩৪০৩২১৩, ০১৭৪৫৭৪৬৪৫০ ও ০১৭১৯৩৯৭৮৮৪ নম্বরে। এছাড়া বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত যেসব নম্বরে যোগাযোগ করা যাবে সেগুলো হলো- ০১৯১৩৭৭১৮৫৭, ১০৭১৮২১৫১৪৫, ০১৭১১০৭৪২০৪।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করছেন প্রাণী চিকিৎসকসহ অনেকে। এখন পর্যন্ত তেমন কোনো ফোন পাননি তারা। একাধিক লোকবল থাকায় যেকোনো পরিস্থিতি সামলে নিতে পারবেন বলেও জানান তারা।

অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, কন্ট্রোল রুমে দক্ষ প্রাণী চিকিৎসকরা রয়েছেন। তারা বিভিন্ন জেলা, উপজেলাসহ সব স্থানে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া দ্রুত যেকোনো সিদ্ধান্তও নিতে পারবেন তারা। পুরো টিমের নেতৃত্বে রয়েছেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আবদুল জব্বার শিকদার।

প্রসঙ্গত, বার্ড ফ্লু বিষয়ে গত সপ্তাহেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ভারত থেকে যেন কোনোভাবেই মুরগি, মুরগির বাচ্চা ও ডিমসহ কোনো ধরনের প্রাণী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি দেয়া হয়েছে।

একে/এফআর