ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডগাইরে জানাজা অনুষ্ঠিত হয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহত মোহাম্মদ খালিদের জানাজায় অংশ নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাদ আছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর এলাকায় ডিএসসিসি মেয়র এ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে মেয়র নিহত খালিদের বাড়িতে যান এবং তার ৪ সন্তান, ২ ভাইসহ পরিবার-পরিজনকে শান্তনা দেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। নিহতের সন্তানদের যেকোনো প্রয়োজন মেয়র অবহিত করতে বলেন তিনি।

এ সময় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আ. মতিন সাউদ, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী গাড়ি রাজধানীর দয়াগঞ্জে মোটরসাইকেল আরোহী খালিদকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ খালিদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন অপারেটর ছিলেন।

এএসএস/এইচকে