হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সিরাজুল আলম খান
ফাইল ছবি
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নিউক্লিয়াস-বিএলএফ এর প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান। শনিবার (২৩ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
শনিবার (২৩ জানুয়ারি) তার প্রধান গণসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
গত ১৩ জানুয়ারি শারীরিক সমস্যা দেখা দিলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের জরুরী বিভাগে চিকিৎসা সেবা নেন সিরাজুল আলম খান। উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার ইন্টোস্টিনাল অবসট্রাক্সন রোগ শনাক্ত হয়। তিনি অন্দ্রের চলাচল বন্ধ হওয়ায় প্রাথমিকভাবে চিকিৎসা নেন এবং পরবর্তীতে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার চিকিৎসার জন্য হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ. বি. এম. জামালের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
২০০১ সালে সিরাজুল আলম খানের বাইপাস সার্জারি এবং ২০১৭ সালে হিপ রিপ্লেসমেন্ট করা হয়েছিলো। বর্তমানে তিনি হৃদরোগ, ফাইরোবায়েলজিয়া, হাইপোথাইরইরিজম ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন। এদিকে দ্বিতীয়বারও তার কোভিড-১৯ টেস্ট নেভেটিভ এসেছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে তিনি চিকিৎসা বাসা থেকে গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
এইউএ/এমএইচএস