কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবক ঢামেকে
কুমিল্লার মেঘনা এলাকায় নির্বাচনী সহিংসতায় শামীম আহমেদ নিরব (৩৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত যুবক শামীম ঢাকা পোস্টকে বলেন, আমি একটি কোম্পানিতে গাড়িচালক হিসেবে চাকরি করি। ভোট দেওয়ার জন্য আমি বাড়িতে যাই। আজ দুপুরে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হই। তখন আশপাশের লোকজন দৌড়াতে শুরু করে। এর মধ্যে হঠাৎ আমার শরীরে এসে ছড়া গুলি লাগে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রথমে আমাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। এরপর ঢামেক হাসপাতালে। তবে এটা পুলিশের গুলি নাকি অন্য কেউ গুলি করছে সে বিষয়ে কিছু জানি না। আমার বাড়ি মানিকাচর এলাকায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লা থেকে ছড়া গুলিবিদ্ধ এক যুবককে আহত অবস্থায় ঢামেক হাসপাতেলে আনা হয়। এখানে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
এসএএ/আইএসএইচ