চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ৮টায় বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ভোট দিয়ে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রেজাউল যখন ভোট দিলেন তখন তার সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। ভোট দিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এদিকে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই নগরের আন্দরকিল্লায় এমইএস উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী উপস্থিত ছিলেন।

নওফেল সাংবাদিকদের বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাচাই-বাছাই করে ভোট দিচ্ছেন। ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই। কেউ কারো ভোট দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ভোটগ্রহণ সুন্দরভাবে হচ্ছে। ভোটারদের আহ্বান জানাবো ভোট কেন্দ্রে আসতে। আমাদের দলের মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত সকল কাউন্সিলর প্রার্থীর জন্য শুভ কামনা। 

মেয়র পদে ৭ প্রার্থী
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মোট ৭ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর, বাংলাদেশে ইসলামী ফ্রন্টের এমএ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী। অন্যদিকে, ৪১টি সাধারণ ওয়ার্ডে ১৭২ জন কাউন্সিলর প্রার্থী এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। 

চট্টগ্রাম সিটিতে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। এ নির্বাচনে ৪০টি ওয়ার্ডে ৭৩৫টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৮৮৬টি বুথ রয়েছে।

এনএফ