চট্টগ্রাম নির্বাচনে কখন কী হচ্ছে
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন নেতৃত্বের খোঁজে ভোট শুরু হয়েছে। নির্বাচনে মেয়র পদে কাগজে-কলমে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনের মধ্যে। জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন কোনঠাসা বিএনপির জন্য এ নির্বাচনের রয়েছে ভিন্নমাত্রার গুরুত্ব। এ নির্বাচন ঘিরে সকাল থেকে চট্টগ্রামের কোথায় কী হচ্ছে তার সব খবর এক নজরে-
৭১ হাজার ভোটে এগিয়ে আ.লীগের রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টির ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিএনপি প্রার্থীর চেয়ে ৭১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন নৌকার প্রার্থী।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এসব কেন্দ্র থেকে পাওয়া ফলাফল নগরের জিমনেসিয়াম হলে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।
এক চতুর্থাংশ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ৬৯৪ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৯ হাজার ৮৩১ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ৩৪১ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন এক হাজার তিন ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৯৬৪ ভোট, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১৭৫ ভোট ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ১৮৮ ভোট।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণের সময় প্রায় ৪০টি কেন্দ্রে বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (২৭ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাউছার নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে লিখিত এক অভিযোগপত্রে এ কথা উল্লেখ করেন।
হামলা-গোলাগুলি, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিভিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হওয়া এ ভোটের এখন চলছে গণনা। এতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ফলের অপেক্ষায় রয়েছেন।
চট্টগ্রাম সিটির ভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ বিএনপির
সংঘর্ষের মধ্যেও ভোট দিলেন ১১৫ বছরের বৃদ্ধা
খুলশি থানার ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে নির্বাচনী সংহিসতায় প্রাণ গেছে একজন অটোরিকশা চালকের। এ নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে কেন্দ্রের বাইরে চলছিল ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান র্যাব-পুলিশ ও সোয়াত টিম। এরপরও নিয়ন্ত্রণে না আসায় অইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা অ্যাকশনে যান। এতোসবের মধ্যেও সবার নজর কাড়ে ১১৫ বছর বয়সী বৃদ্ধা হজরুন নেসার। তিনি ওই কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে তিনি বললেন, পাকিস্তান আমল থেকে ভোট দিচ্ছি। প্রতিবারই ভোট দিয়েছি। হজরুন নেসার নাতি কামরুল ইসলাম। হজরুন নেসাকে বাসা থেকে কোলে করে আনেন এই কেন্দ্রে। কেন্দ্রের ভেতরে কিছুক্ষণ হাঁটানও তাকে।
ভোটের উত্তাপ সংসদে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ গড়িয়েছে জাতীয় সংসদেও। আজ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গ টানেন। ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) - ২০২১’ সংসদে পাসের সময় জনমত যাচাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংবিধানে বলা আছে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন চালাবেন। কিন্তু আজ কী হচ্ছে? নির্বাচেনর নামে তামাশা হচ্ছে। প্রহসন হচ্ছে। এর প্রয়োজন নেই তো। ভোটের প্রয়োজন নেই, আইন করে নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী যাকে খুশি মনোনয়ন দেবেন। তিনি নির্বাচিত হবেন। সকালে দেখলাম, চট্টগ্রামের সিটি কর্পোরেশনে কী হচ্ছে? পরে আইনমন্ত্রী আনিসুল হক অন্য সদস্যদের জনমত যাচাইয়ের প্রস্তাবের জবাব দেওয়ার পর বলেন,আমরা জিয়াউর রহমানের সময় ‘হ্যাঁ-না’ ভোট দেখেছি। ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি। ব্যালটবাক্স পাওয়া যেতো না। ভোট যে দেবে ব্যালট বাক্স নেই। যাদের এই চরিত্র তাদের কাছ থেকে নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয় সেটা শেখার প্রয়োজন নেই। জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি।
১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি নিজের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। আর এর প্রতিবাদে নির্বাচন বর্জন করছেন তিনি। দুপুর ১২টায় লালখানবাজার মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনোয়ারা বেগম মনি। এসময় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ প্রযোজনায় চট্টগ্রাম সিটি করপোরেশনে আরেকটি প্রহসনের নির্বাচন চলছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
খুলশীতে ভোটকেন্দ্রে সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ইউসেপ আমাবাগান কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন আলু (২৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিলেন। দুই পক্ষের মধ্যে গুলির ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। তার বুকের নিচে গুলি লাগে।
প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রশাসন কোনো সাহায্য সহযোগিতা করছে না।
শাহাদাত হোসেন
ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। সকাল ১০টায় নগরে পশ্চিম বাকলিয়ার ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্র ভোট দেন তিনি।
সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের সমর্থক নিজাম উদ্দীন মুন্না নামে এক যুবক খুন হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে তাকে হত্যা করা হয়েছে। নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড হলেও পুলিশ বলছে, জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আন্দরকিল্লায় এমইএস উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী উপস্থিত ছিলেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই ভোট দেন তিনি।
ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ভোট দিয়ে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে ভোট দিয়েছেন তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এনএফ/এফআর