ঢামেকে প্রথম টিকা নিলেন ডা. নুরুল ফাত্তাহ
টিকা নিচ্ছেন ঢামেক হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি
করোনাভাইরাস প্রতিরোধে দেশে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে গতকাল। আর আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা নিয়েছেন এই হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি।
গতকাল টিকা কার্যক্রম শুরুর দিনে সব মিলিয়ে মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়। আর আজ ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আজ শেখ নুরুল ফাত্তাহ রুমির পর টিকা নিয়েছেন ঢামেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুরাদ হোসেন, ঢামেক মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ড. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফও। ঢামেক জরুরি বিভাগের বেজমেন্টে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ঢামেকে আজ ১৪০ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ২০ জন চিকিৎসক, ২০ জন নার্স ও ১০০ জন কর্মকর্তা-কর্মচারী।
বিজ্ঞাপন
ঢামেক ছাড়াও আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে টিকা নির্দিষ্ট ব্যক্তিদের টিকা দেওয়া হবে।
বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। আট সপ্তাহের ব্যবধানে এ টিকার দুটি ডোজ নিতে হবে। বাংলাদেশে যেহেতু এ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী প্রথম দফায় ঢাকার পাঁচটি হাসপাতালে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির উপর এ ভ্যাকসিন প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণ করা হবে।
এআর/এনএফ