রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না আজ
গ্যাসের সমস্যা সমাধানে পাইপ লাইন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে গ্যাসের পাইপ লাইন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর জিয়া সরণি, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড ও মীর হাজারীবাগসহ আশপাশের এলাকা।
এএসএস/এফআর
বিজ্ঞাপন