আহমদ আখতার | ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশের কালজয়ী কবি ফররুখ আহমদের ছেলে আহমদ আখতার আর নেই। তিনি শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, তিনি বেশকিছু দিন ধরে কিডনি ও নিউরো সংশ্লিষ্ট সমস্যায় ভুগছিলেন। তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন। আহমদ আখতারের উল্লেখযোগ্য প্রকাশনা-অবিরাম গ্রামোফোন ও অনন্তের প্রথম অক্ষর। তিনি জাতীয় প্রেস ক্লাব সাহিত্য পদক ২০০৮ ও জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা ২০১১ পান।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে আহমদ আকতারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, কবি ফররুখ আহমদের ছেলে-মেয়ে ১১ জন। তারা হলেন- সৈয়দা শামারুখ বানু, সৈয়দা লালারুখ বানু, সৈয়দ আবদুল্লাহেল মাহমুদ, সৈয়দ আবদুল্লাহেল মাসুদ, সৈয়দ মনজুরে এলাহি, সৈয়দা ইয়াসমিন বানু, সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান (আহমদ আখতার), সৈয়দ মুহম্মদ ওয়হিদুজ্জামান, সৈয়দ মুখলিসুর রহমান, সৈয়দ খলিলুর রহমান ও সৈয়দ মুহম্মদ আবদুহু।

এইচএন/এমএআর