কলকাতা বইমেলা উৎসর্গ হবে বঙ্গবন্ধুর নামে
কলকাতা আন্তর্জাতিক বইমেলার পুরাতন ছবি
এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আগামী জুলাই মাসের পর বইমেলা অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার) ভারতের ইংরেজি দৈনিক ‘দ্যা হিন্দু’ কলকাতা বইমেলার প্রকাশক ও বই বিক্রেতা গিল্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গিল্ডের প্রেসিডেন্ট ত্রিদ্বীপ কুমার চ্যাটার্জি দ্যা হিন্দুকে জানান, এবারের কলকাতা বইমেলা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার ৪৫ বছরে পা দিচ্ছে। এ বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হবে বাংলাদেশ। প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয় জানুয়ারি শেষের দিকে, আর শেষ হয় ফেব্রুয়ারির শুরুর দিকে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে জানুয়ারিতে এ বছর মেলা স্থগিত করা হয়।
নয়া দিল্লিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান দ্যা হিন্দুকে বলেন, ‘চলতি বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ, এ বছর ঢাকা-নয়া দিল্লির সম্পর্কেরও সুবর্ণজয়ন্তী। করোনা মহারির সময়েও কলকাতার আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশকে করা হয়েছে, এজন্য গিল্ডকে ধন্যবাদ জানাচ্ছি।’ এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশি প্রকাশকদের বেশি পরিমাণে জায়গা বরাদ্ধ দেওয়ার অনুরোধ জানান তিনি।
বিজ্ঞাপন
গত বছরের কলকাতার বইমেলায় বাংলাদেশি ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। সেবার বইমেলার থিম কান্ট্রি ছিল রাশিয়া। গত বইমেলা ২৮ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়েছিল।
এনআই/এইচকে