আল জাজিরার প্রতিবেদনের সরকারের গ্রহণযোগ্য ব্যাখা চায় বিএনপি
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা চায় বিএনপির। দলটির পক্ষে থেকে বলা হয়েছে- দেশের মানুষ প্রতিবেদন নিয়ে সরকারের গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি আল জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ঐ অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
বিজ্ঞাপন
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরও ঘনীভূত করেছে। দেশের মানুষের সঙ্গে বিএনপিও ঐ প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।
আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত সংবাদটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল জাজিরার প্রতিবেদনে যে নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে তার সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জড়িত থাকার কোনো প্রমাণ প্রতিস্থাপন করতে পারেনি সংবাদমাধ্যমটি। তাছাড়া অভিযুক্ত যে ব্যক্তির কথা বলা হচ্ছিল, সংবাদমাধ্যমটি তাকে সাইকোপ্যাথ হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরও।
বিজ্ঞাপন
এএইচআর/জেডএস