বৈঠক শেষে কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ

শ্রমবাজার চালুর বিষয়ে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে একমত হতে পারেনি বাংলাদেশ ও মালয়েশিয়া। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে দ্বিতীয়দিনের মতো বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী সারাভানান। বৈঠকে শ্রমবাজার চালুর বিষয়ে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।

আরএইচ