সাংবাদিক মুহাম্মদ মোরশেদ আলম

আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ থেকে ইউনাইটেড আরব আমিরাত চ্যাপ্টার-২০২১ তথা সংযুক্ত আরব আমিরাতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণার পূর্বে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে লন্ডন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দরা একটি অনলাইন মিটিংয়ে অংশ নেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও কবি মোফাচ্ছেল হক শাহেদের সঞ্চালনায় লন্ডন থেকে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী বলেন, ‘ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের পুরান কমিটিকে বিলুপ্ত করা হয়েছে এবং আজকে নতুন কমিটি ঘোষণা করা হবে। আমি আশা করব, এ কমিটি দল-দর্শনের বাইরে এসে সমাজ এবং সাহিত্যের কল্যাণে যথা সম্ভব অবদান রাখবে।

‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ একটি সেচ্ছাসেবী সংগঠন। এখানকার কোনো সদস্যকে কোনোপ্রকার আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া হয় না। কোনো সদস্য ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’কে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবে না। এটি একটি অসম্প্রদায়িক এবং অরাজনৈতিক সংগঠন। আশা করি, কমিটির সদস্যরা বিষয়টি তাদের কথায় এবং সংগঠন পরিচালনায় মনে রাখবেন।

সভার শেষপ্রান্তে তিনি সাংবাদিক মুহাম্মদ মোরশেদ আলমকে সভাপতি ও কবি মুহাম্মদ মোফাচ্ছেল হক শাহেদকে সাধারণ সম্পাদক করে সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির উপদেষ্টা পরিষদ- প্রধান উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি। অন্য উপদেষ্টারা হলেন- সাংবাদিক শিবলী আল সাদিক, সাংবাদিক মুহাম্মদ আবু মুসা, সাংবাদিক মুহাম্মদ সালাউদ্দিন ও শাহাদাৎ হোসেন পলাশ

কার্যকরী পরিষদ- সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব চৌধুরী, সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মুহাম্মদ ইছমাইল, সহ-সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক শাহেদ, সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল বিন কাসেমী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন, সাংগঠনিক সম্পাদক–মো. ইরফানুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মু. মেহেদী হাসান মমতাজ, সমাজকল্যাণ সম্পাদক মু. মূসা জাকের হোসেন, সহ-সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ নাছির, সাহিত্য সম্পাদক শেখ হেলাল আহমেদ, সহসাহিত্য সম্পাদক রিদ্ওয়ান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আহসান আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিয়া উদ্দিন কাদের জনি, দপ্তর সম্পাদক আবদুল হান্নান, অর্থ সম্পাদক মুহাম্মদ আনিস ও সহঅর্থসম্পাদক মাহমুদ সুমন।

সাধারণ সদস্য এম এ মাসুদ এবং মুহাম্মদ কাওসার উদ্দিন হৃদয়। অনলাইন সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন- চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কুতুবউদ্দিন বখতিয়ার, দুবাই থেকে শাহাদাৎ হোসেন পলাশ, সংবাদকর্মী মুহাম্মদ ইরফানুল ইসলাম, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর অর্থসম্পাদক মুহাম্মদ ইছমাইল, মুহাম্মদ কাউসার উদ্দিনসহ আরও অনেকে।

এফআর