স্মারকলিপি দিলো গ্রিস যুবলীগ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রিস যুবলীগ। এছাড়া তারা গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি দিয়েছেন।

গ্রিস যুবলীগের আহ্বায়ক ও গ্রিক ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির রচয়িতা কামরুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় সংগঠনের আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধু তার জীবনে আন্দোলন সংগ্রাম করেছেন। যে বাংলাদেশ হবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু আমরা কী দেখতে পাই? অর্থের বিনিময়ে ধর্ম প্রচার করা মুমিনুল হকরা একেক সময় একেক ফতোয়া দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে শান্তি বিনষ্ট করে। বঙ্গবন্ধু আমাদের আবেগ। বঙ্গবন্ধুকে নিয়ে কোনোরকম আপস করতে আমরা শিখিনি। ভাস্কর্য ভাঙচুর ও হুকুমদাতাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হোক।’

স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ আশ্বস্ত করেন। লকডাউন অবস্থায়ও মানববন্ধনে গ্রিস যুবলীগ ও এথেন্স মহানগর যুবলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফআর