আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করল কুয়েত
কুয়েত বিমানবন্দর
বিশ্বে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকল আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত। সড়ক ও সমুদ্রপথে যাতায়াতও নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার (২১ ডিসেম্বর) রাত ১১ টা থেকে ০১ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
বিজ্ঞাপন
সোমবার (২১ ডিসেম্বর) কুয়েতে সিভিল অ্যাভিয়েশন জারি করা বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। কার্গো বিমান চলাচল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্তমানে কুয়েতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ধীরে ধীরে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। ২১ ডিসেম্বর দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩০ জন। সুস্থ হয়েছেন ২১৬ জন, মৃত্যু হয়েছে মাত্র একজনের। আইসিইউতে রয়েছে ৫৫ জন, চিকিৎসা চলছে ৩১৪৫ জনের।
বিজ্ঞাপন
দেশটিতে সর্বমোট ৯২২ জনের মুত্যু হয়েছে। সুস্থ হয়েছেন এক লক্ষ ৪৪ হাজার ১৪২ জন।
এসআরএস