ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের পক্ষ থেকে এক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আলোচকরা ৭ মার্চের তাৎপর্য গুরুত্ব সহকারে তুলে ধরেন।

সভায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বক্তৃতা করেন। শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রদূত বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। যে ভাষণ সারাদেশের মানুষকে জাগ্রত করেছিল। তাই এটি জাতিসংঘের সেরা ভাষণ হিসেবে সম্মতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ভাষণ বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেমন জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছিল, তেমনি প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি।

সভায় দূতাবাসের কর্মকর্তারাসহ সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এর আগে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এমএইচএস