কানাডায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার ড. খলিলুর রহমান। এসময় উপ-হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুসহ সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
বিকেলে আয়োজিত আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরে কেক কাটা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
হাইকমিশনার ড. খলিলুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সাবেক মুখ্য সচিব ও স্বনামধন্য কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাসেন মনসুর, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, সাবেক ছাত্রনেতা রবিউল আলম এবং সাবেক মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
বিজ্ঞাপন
সভায় বক্তারা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও তার জীবনাদর্শ তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব শুধু তৎকালীন নয়, সমসাময়িক বিশ্বেও বিরল।
আরএইচ