সাংস্কৃতিক সন্ধ্যা ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) রাতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের পাশাপাশি ‘বঙ্গবন্ধু’ নামে একটি ম্যাগাজিনের মোড়কও উন্মোচন করা হয়। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার অমরত্ব সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে প্রবাস প্রজন্মের কাছে। তুলে ধরতে হবে বঙ্গবন্ধুর অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার কথা। বঙ্গবন্ধু সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি চেয়েছেন। তার নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা এই তিনটিই পেয়েছি।

অনুষ্ঠানের প্রথম পর্বে দূতাবাস কর্মকর্তা মোজাফফর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান ও কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মুহাম্মদ সাহেদুল ইসলাম।

দ্বিতীয় পর্বে মামুন রেজা ও আরিফা নুসরাতের পরিচালনা এবং কাজী গুলশান আরার নির্দেশনায় সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন এক ঝাঁক প্রবাসী শিল্পী। তারা বঙ্গবন্ধুর জীবনী পাঠ, গান, কবিতা আবৃত্তি ও পুঁথি পাঠ করেন। এছাড়া তৃতীয় পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন দেশ থেকে আগত শিল্পী মুনিয়া মুন।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলেটের পরিবারের সদস্যরা, কমিউনিটি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচএস