মুজিববর্ষে আরব আমিরাতের শাসকদের অভিনন্দন
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি খালিফা বিন জায়েদ আল নাহিয়ান।
একইসঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স ও সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অনুরূপ অভিনন্দন-বার্তা প্রেরণ করেছেন।
বিজ্ঞাপন
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরও একটি অভিনন্দন বার্তা পাঠানো হয়।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতও ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হলো- আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ ও উম্ম আল ক্বাইওয়াইন। আবু ধাবি দেশটির রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর।
বিজ্ঞাপন
এবছরের ৬ এপ্রিল ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ‘৫০তম বছর’ পালন করবে আরব আমিরাত। দেশটির
আমিরাত সংবাদ সংস্থা অবলম্বনে মুহাম্মাদ শোয়াইব
ওএফ