সংযুক্ত আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। শুক্রবার (২ এপ্রিল) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে ক্রাউন প্লাজার হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে সুন্দর সুন্দর উপাদান আছে, যা আমাদের জন্য শিক্ষণীয়। আজ আমরা যাদের জন্য এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদের কথা আমাদের মনে রাখতে হবে।

আলোচনা সভাটির সঞ্চালনা করেন মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, ডেপুটি কনস্যাল জেনারেল মোহাম্মদ সাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আরশাদ হোসেন হিরু।

আলোচনা শেষে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামে ১০০ পৃষ্ঠার একটি স্মরণিকার মড়ক উন্মোচন করা হয়। এ সময় দুবাইয়ের ডেপুটি ক্রাউন প্রিন্সের মৃত্যু ও মুক্তিযুদ্ধে সব শহীদ এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।

এমএইচএস