ইথিওপিয়ার বাংলাদেশি রাষ্ট্রদূতের দক্ষিণ সুদান সফর
ইথিওপিয়ার আদ্দিস আবাবার বাংলাদেশি দূতাবাসের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং কাউন্সেলর সম্প্রতি দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন। সেখানে বসবাসকারী বাংলাদেশিদের সঙ্গে দেখা করে খোঁজ-খবর নেন তারা।
দক্ষিণ সুদানে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে রাষ্ট্রদূত এবং কাউন্সেলর আলোচনা করেন।
বিজ্ঞাপন
এছাড়াও তারা দক্ষিণ সুদানে বসবাসরত বাংলাদেশিদের জন্য বেশ কিছু কন্স্যুলার কার্যক্রম পরিচালনা করেন। তবে দক্ষিণ সুদান যেহেতু স্থলবেষ্টিত একটি দেশ এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত ও অনিয়মিত, সেহেতু বাংলাদেশিরা নিয়মিতভাবে এরকম কন্স্যুলার সফর পরিচালনার দাবি করেন।
সফরকালে বাংলাদেশিরা রাষ্ট্রদূতকে বিভিন্ন ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে ঢাকা বিমানবন্দরে এবং বিএমইটিতে বিভিন্ন ছাড়পত্র নেওয়ায় দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন অসুবিধা সম্পর্কে বাংলাদেশিরা আলোচনা করেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত দক্ষিণ সুদানে বসবাসরত বাংলাদেশিদের এসব সমস্যা সমাধানের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। তিনি দক্ষিণ সুদানে বসবাসরত বাংলাদেশিদের সেখানকার আইনকানুন এবং নিয়মাবলী মেনে চলার জন্য বলেন।
বাংলাদেশিদের সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় যে কোনো সহায়তার জন্য রাষ্ট্রদূত দক্ষিণ সুদান সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। এরপর রাষ্ট্রদূত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন।
সফরকালে দক্ষিণ সুদানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন এবং শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। দক্ষিণ সুদানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরলস প্রচেষ্টা ও সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিশ্বশান্তি রক্ষায় অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য রাষ্ট্রদূত তাদের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তাদের আদ্দিস আবাবার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি।
আরএইচ