দুবাই এক্সপোতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ‘এক্সফ্লোর মুজিব বাংলাদেশ-এ হিডেন গেম অব ট্যুরিজম ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দুবাই এক্সপো প্রাঙ্গণে বাংলাদেশ প্যাভিলিয়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘আমাদের কালচারটা অনেকেই বাইরের দেশে ভালো করে জানেন না। সেটা ইম্প্রুভ করার জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি।’

সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, সম্ভাবনা ও অপরূপ সৌন্দর্যের অনন্যরূপ তুলে ধরা হয়।

পর্যটন খাত থেকে আসা জিডিপির ৪ দশমিক ৪ শতাংশকে বাড়িয়ে কীভাবে অধিক করা যায় সে বিষয়ে বর্তমান সরকার মনোযোগী বলে সেমিনারে উল্লেখ করা হয়। পাশাপাশি গার্মেন্টস, রেমিট্যান্স, কৃষি খাতের সমকক্ষে পর্যটনশিল্পকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হতে সেমিনারে আহ্বান জানান আলোচকরা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলেন, এখানে আমাদের একটি অসাধারণ সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। আমরা আমাদের দেশের পর্যটনের সম্ভাবনা ও সম্পদকে এতে তুলে ধরার চেষ্টা করেছি।

সেমিনারে কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের পর্যটন স্থাপনাগুলোর ভিজুয়াল ক্যালিগ্রাফি বিদেশিদের সামনে উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাই কনস্যুলেটের সাবেক কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কায়েস চৌধুরী, এ পি এস এমদাদুল হকসহ প্রবাসী কমিউনিটি নেতারা, আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা।

এমএইচএস