পিছিয়ে গেল ফেডারেশন কাপ
ছবি : সংগৃহীত
১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হওয়ার কথা ছিল এবারের ফুটবল মৌসুম। তবে শনিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কমিটির সভায় সেটা ৩ দিন পিছিয়ে দেয়া হয়েছে। ২২ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে এবারের মৌসুম।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি জানিয়েছেন ক্লাবগুলোর প্রস্তুতির জন্যই পিছিয়ে দেয়া হয়েছে ফেডারেশন কাপ শুরুর তারিখ।
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিনিধি আহমেদ শায়েক ফেডারেশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন,‘ ক্লাব ও ফুটবলারদের মধ্যে একটা শঙ্কা ছিল টুর্নামেন্ট শুরু নিয়ে। আজ এই বিষয়টি সুনিশ্চিত হলো।’
এমএইচ
বিজ্ঞাপন