শেষ মুহূর্তের ঝড়ে পিএসজির বড় জয়
ছবি: সংগৃহীত
চলতি লিগ মৌসুমে পিএসজি যথেষ্ট অধারাবাহিক। এক ম্যাচ দুর্দান্ত খেলে জিতছে তো পরের ম্যাচেই এলোমেলো। তবে বড় দিনের ছুটির আগে স্ত্রাসবুর্গের বিপক্ষে বড় জয়ই তুলে নিয়েছে কোচ থমাস টুখেলের শিষ্যরা, পেয়েছে ৪-০ গোলের বড় এক জয়।
বুধবার রাতে শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির। বলের দখলে বরাবরই এগিয়ে থাকা দলটি এগিয়ে যেতে সময় নিলো ১৮ মিনিট। আনহেল ডি মারিয়ার শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকালেও ফরাসি ডিফেন্ডার টিমোথি পেম্বেলের চেষ্টা ফেরানোর কেউ ছিলো না স্ত্রাসবুর্গ রক্ষণে। ফলে পিএসজির যুবদল থেকে উঠে আসা এই ডিফেন্ডার মূল দলের হয়ে প্রথম গোলের দেখাও পেয়ে যান। প্রথমার্ধের বাকি সময়ে পিএসজির ব্যবধান বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে বেশ। কিন্তু এমবাপেদের পথে কাঁটা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষ রক্ষণ।
বিজ্ঞাপন
পিএসজি আধিপত্য ধরে রেখেছে দ্বিতীয়ার্ধেও। তবে সুযোগ হাতছাড়া করার দৃশ্যটাও প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও জারি ছিলো। অবস্থার পরিবর্তন হয় ৭৮ মিনিটে। ডি মারিয়ার বাড়ানো বলে এমবাপের করা গোলে। মিনিট দশেক পর বক্সের বাইরে থেকেই লক্ষ্যে শট নেন ইদ্রিসা গেই, প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জড়ায় সফরকারীদের জালে। যোগ করা সময়ে গোল উৎসবে নাম লেখান মইসে কিন। তাতে ৪-০ গোলের জয় নিশ্চিত করে টুখেলের দল।
এই জয়ের পরেও অবশ্য পিএসজি আছে লিগের তৃতীয় স্থানে। ১৭ ম্যাচ শেষে ১১ জয় আর দুই ড্রয়ের ফলে দলটির অর্জন ৩৫ পয়েন্ট।
দিনের অন্য ম্যাচে তোকো একাম্বি, টিনো কাদেওয়েরে ও লুকাস পাকেতার গোলে নঁতেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লিওঁ। উঠে গেছে ফরাসি লিগ ওয়ানের শীর্ষেও। দিনের অন্য ম্যাচে মঁপেলিয়ে কে ৩-২ গোলে হারিয়েছে চলতি সপ্তাহে ফরাসি লিগের শীর্ষে থাকা লিলও। তবে লিওর সমান ৩৬ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে তালিকার দুইয়ে নেমে গেছে দলটি।
বিজ্ঞাপন
চলতি বছরে আর কোনো সূচি নেই লিগটিতে। আগামী ৭ জানুয়ারি নতুন বছরে প্রথমবারের মতো মাঠে নামবে লিগের সব দল। সে রাউন্ডে পিএসজি আতিথ্য নেবে সেঁত এতিয়েঁর। লিল আর লিওঁ অবশ্য খেলবে নিজেদের মাঠেই। যেখানে লিলের প্রতিপক্ষ অঁজার্স ও লিওঁ খেলবে লেঁসের বিপক্ষে।
এনইউ