ছবি: সংগৃহীত

অসচ্ছল, আহত, অসমর্থ ও দুস্থ ক্রীড়াসেবী ও তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসিক/এককালীন অনুদান প্রদানের লক্ষ্যে সম্প্রতি অনলাইনে আবেদনের জন্যে ক্রীড়াসেবীদের আহবান জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি এক বিবৃতিতে বলা হয়, আবেদনটি করতে হলে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকে অভ্যন্তরীন ই-সেবা এর অধীনে থাকা অনুদান অনলাইন আবেদন লিংকে যেতে হবে। নিজের নম্বর প্রদান করে সেখানে নিবন্ধিত হতে হবে আগে। এরপরই করা যাবে আবেদন। প্রয়োজনীয় তথ্য, যেমন- পাসপোর্ট সাইজের এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদ ও ক্রীড়ায় সম্পৃক্ত থাকার সনদপত্রও সংযুক্ত করতে হবে আবেদনের সঙ্গে।

বিবৃতিতে আরও জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত উপযুক্ত প্রার্থীরা অনুদানের জন্যে আবেদন করতে পারবেন।

এনইউ