উইলিয়ামসনের সেঞ্চুরির অপেক্ষা, নিউজিল্যান্ডের সংগ্রহ ২২২
ছবি: সংগৃহীত
মাঠ আর উইকেটের পার্থক্য খুব একটা নেই। সবখানেই সবুজ ঘাসের ছড়াছড়ি। স্বাভাবিকভাবেই সেখানে বাড়তি সুবিধা পাওয়ার কথা বোলারদের। তবে সেটা যদি দলে কেইন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যান না থাকে তাহলে।
নিউজিল্যান্ড অধিনায়কের জন্য উইকেট কিংবা প্রতিপক্ষ কিছুই যে ব্যাপার না সেটাই যেন আরেকবার প্রমান করলেন তিনি। তার দৃঢ়তাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে প্রথম দিনে ৩ উইকেটে ২২২ রান তুলেছে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
সেঞ্চুরির অপেক্ষায় থেকেই দিন শেষ করেছেন উইলিয়ামসন। দিনের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছিল নিউজিল্যান্ড। টম লাথাম ৪ ও টম বান্ডেল ফিরেন ৫ রান করে। এই দুই জনের বিদায়ের পর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ও কেইন উইলিয়ামসন।
১০ চার ও ১ ছক্কায় ১৫১ বলে ৭০ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে টেইলর সাজঘরে ফেরেন। তবে দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করে ৮ চার ও ১ ছক্কায় ২৪৩ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন।
বিজ্ঞাপন
তাকে সঙ্গ দেয়া হেনরি নিকলস অপরাজিত আছেন ৪২ রানে। পাকিস্তানের পক্ষে ২০ ওভার বল করে ৫৫ রান দিয়ে একাই তিন উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
এমএইচ